শিগগিরই একসঙ্গে তিন খান
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জানিয়েছেন, ছয় মাস আগে তিনি, শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে বসে আলোচনা করেছেন একই ছবিতে কাজ করার ব্যাপারে। এতে বহুদিন ধরে চলা গুঞ্জন আবার নতুন করে উসকে দিয়েছে। তিন খানকে একসঙ্গে বড়পর্দায় দেখার সম্ভাবনা এবার সত্যিই বাস্তবে রূপ নিতে পারে।
এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ছয় মাস আগে আমরা তিনজন একত্র হয়েছিলাম এবং একসঙ্গে একটি ছবি করার বিষয়ে কথা বলেছি। এই প্রস্তাব আমিই প্রথম তুলেছিলাম। আমি শাহরুখ এবং সালমানকে বলি, “আমরা তিনজন যদি একসঙ্গে একটা ছবি না করি, তাহলে সেটা খুবই খারাপ হবে।” তারা এই ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছে।
আমির আরও বলেন, “আমাদের তিনজনের সত্যিই একসঙ্গে একটি ছবি করা দরকার। তবে এর জন্য একটি ভালো গল্প এবং চিত্রনাট্য প্রয়োজন। আমরা সেটির জন্য অপেক্ষা করছি। আশা করছি, এটি বাস্তবায়িত হবে।”
গত বছর শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে পর্দায় হাজির হন ‘পাঠান’ ছবিতে। একটি নির্দিষ্ট দৃশ্য নিয়ে আমির বলেন, “আমি এখনো ‘পাঠান’ পুরোটা দেখিনি, কিন্তু সেই বিশেষ দৃশ্যটা দেখে অনেক মজা পেয়েছি।” এই দৃশ্য নিয়ে কথা বলতে বলতে তিনি হাসিতে ফেটে পড়েন।
তিনি আরও যোগ করেন, “শাহরুখ আর সালমানের রসায়ন দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব!”
আমির খানকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।
ভক্তদের এখন একটাই প্রশ্ন— তাহলে কি সত্যিই তিন খানকে একসঙ্গে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় বলিউডপ্রেমীরা।