ডেস্ক রিপোর্ট:
চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘সন্তান’ সিনেমা। ছবিটিতে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে শুভশ্রী জানান, “এই ছবিতে আমার অনেক কিছু পাওয়ার আছে। ‘ডান্স বাংলা ডান্স’-এ মিঠুনদার সঙ্গে কাজ করেছি। এবার ‘সন্তান’-এ অভিনয়ের সময় সারাক্ষণ মিঠুনদাকেই দেখতাম। উনি সেটে ইয়ার্কি করতেন, আবার শুটিংও করতেন।”
শুভশ্রীর কাছে সন্তান হিসেবে নিজেকে কেমন মনে হয়? এ প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “মা হওয়ার পর থেকে অনেক কিছু নতুন করে বুঝতে পেরেছি। ছোটবেলায় মা-বাবার সঙ্গে অনেক বিষয়ে মতানৈক্য হতো। তখন সেটা বুঝতাম না। আজকের সময়ে দাঁড়িয়ে তাঁদের উৎকণ্ঠার কারণটা অনুভব করতে পারি। যদিও আমি খুব একটা জটিল প্রকৃতির সন্তান ছিলাম না। তবে ছোট থেকেই আমি ভাবতাম, আমার মা হয়তো পারফেক্ট নন। আসলে মায়েরা ইমপারফেক্টলি পারফেক্ট।”
অভিনয়জীবন নিয়ে শুভশ্রী আরও বলেন, “আমি অভিনয়ে আসতে পেরেছি আমার মা আর দিদির জন্য। বাবা শুরুতে রাজি ছিলেন না। ‘পরান যায় জ্বলিয়া রে’ পর্যন্ত তিনি আমার এই পেশায় আসাটা মেনে নিতে পারেননি। তখন মন খারাপ হতো। পরে বুঝেছি, এটা আসলে একটা পরিস্থিতি, কারও দোষ ছিল না। সেই সময়ে সন্তান বড় করার প্রক্রিয়া ভিন্ন ছিল।”
শুভশ্রী আরও জানান, “এখন সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে। আমার সন্তানদের ক্ষেত্রে আমি এবং রাজ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, শুরু থেকেই ইউভান আর ইয়ালিনিকে নিজেদের সিদ্ধান্ত নিতে শেখাব। ইউভান হওয়ার পর ভাবছিলাম কাজ করব না। কিন্তু রাজ আমাকে মানসিকভাবে সাহস দিয়েছিল। ও বিশ্বাস করত, আমি সব সামলে নিতে পারব। যদিও আশপাশের মানুষজন থেকে নানা ধরনের কটাক্ষ শুনতে হয়নি, তা নয়।”