অপরিকল্পিত বিনিয়োগে শিল্প খাত সংকটে পড়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সরকারের সময় অপরিকল্পিত বিনিয়োগের কারণে দেশের শিল্প খাত সংকটে পড়েছে। এই সংকট সামলাতে কৃষি খাতে ভর্তুকি দিতে হচ্ছে। ৭০-৮০ টাকায় সার কিনে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে, যা দেশের অর্থনীতিতে স্বজনতোষী পুঁজিবাদের (ক্রনি ক্যাপিটালিজম) প্রভাবকে উন্মোচিত করেছে। এভাবে অর্থনীতিতে বৈচিত্র্য আনার কোনো উদ্যোগ দেখা যায়নি।
বুধবার চট্টগ্রামের একটি হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা আয়োজিত “বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের বিচার বিভাগ ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বর্তমান চিত্র তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, “২০০৭ সালে মাসদার হোসেন মামলার মাধ্যমে আমাদের বিচার বিভাগ স্বাধীনতা পেয়েছে। তবে এ স্বাধীনতা আমাদের কতটুকু উপকার করেছে, তা নিয়ে ভাবনার প্রয়োজন আছে। এটি নেতৃত্বের ব্যর্থতার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “দেশটিকে আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে। কিন্তু বিভিন্ন সময় দেশের পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, যেখানে অনেক কিছু ঘটে গেছে। আমরা নিশ্চুপ ছিলাম। তবে কয়েকজন যুবকের প্রতিবাদে পরিবর্তনের সূচনা হয়েছিল। এখন দক্ষতার মূল্যায়ন না করলে সেই পরিবর্তন অর্থহীন হয়ে পড়বে।”
শিল্প খাতে কর ও ভ্যাট সংযোগের প্রয়োজন
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “আমাদের শিল্প খাত উচ্চ শুল্ক ও করের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিল্প খাতের লোকজন কর দেন না, তবে ভ্যাট দেন। আমাদের মতো অর্থনৈতিক দিক থেকে দুর্বল দেশে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে সংযোগ তৈরি করা অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, “গত ৫ আগস্টের আন্দোলনে দুই হাজার মানুষের প্রাণহানি এবং ৫০ হাজারেরও বেশি মানুষের অসুস্থতার ঘটনা আমাদের কাছে বড় শিক্ষা হওয়া উচিত। অথচ অনেকেই এই ঘটনার পরও শুধুমাত্র ফটোসেশনে ব্যস্ত। এটি কোনো মূল্য বহন করে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।