শনিবার,২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


সালমানকে ভালোবেসে জমানো টাকা খরচ করতেন সুস্মিতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০২৪

সালমানকে ভালোবেসেসালমানকে ভালোবেসে জমানো টাকা খরচ করতেন সুস্মিতা

ডেস্ক রিপোর্ট:

এক সময় সালমান খানের প্রেমে হাবুডুবু খেতেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সালমানের জন্য তিনি তার সমস্ত টাকা খরচ করে ফেলতেন।

সম্প্রতি, সুস্মিতা সেন সালমান খানকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, ১৯৯৯ সালে ‘বিবি নং ১’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তবে সালমান খানের প্রতি তার বিশেষ আকর্ষণ কিশোরী বয়স থেকেই ছিল। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মুক্তির পর সালমানের প্রতি তার আবেগ আরও বেড়ে যায়।

শিপ্রা নীরজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘‘এক সময় আমি আমার সমস্ত হাত খরচের টাকা সালমানের পোস্টার কিনতে ব্যয় করতাম। বাড়ি সাজানোর সময় আমি নিজে দাঁড়িয়ে থাকতাম, যাতে আমার পরিবারের সদস্যরা পোস্টারগুলো ফেলে না দেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমি সালমানের পোস্টার কিনতাম। সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও ছিল, কারণ একমাত্র সালমান খান ওই পায়রাকে ছুঁয়েছিলেন।’’

সুস্মিতা জানালেন, তার বাবা-মা তাকে সবসময় ভয় দেখাতেন, হোমওয়ার্ক সময় মতো না করলে তারা পোস্টারগুলো ছিঁড়ে ফেলবেন। আর এ কারণেই তিনি সময়মতো পড়াশোনা করতেন।

সুস্মিতা সরাসরি বলেন, ‘‘আমি মানুষটির প্রেমে পড়েছিলাম।’’

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির সাফল্যের মাধ্যমে সালমান খান রাতারাতি স্টার হয়ে যান। বহু বছর পর ‘বিবি নং ১’ এর সেটে সালমানের সঙ্গে দেখা হয় সুস্মিতার। এরপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বেশ ভালোভাবেই জমে ওঠে। মজার ব্যাপার হলো, সালমানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর সুস্মিতা সালমানকে তার মনের কথা জানিয়েও দিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি