কুমিল্লায় ঠাণ্ডার প্রকোপে বিপর্যস্ত জনজীবন, সূর্যহীন আরও দুদিন
কুমিল্লাজুড়ে শীতের প্রকোপ বেড়েই চলেছে। গত তিনদিন ধরে সূর্যের দেখা নেই। চারপাশ কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভুগছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ।
জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি আরও এক থেকে দুইদিন অব্যাহত থাকতে পারে। শীতের সঙ্গে ঘন কুয়াশাও থাকবে। বৃহস্পতিবার কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কম থাকায় এবং সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও বেশি তীব্র ছিল।
কুয়াশার কারণে সকালে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন কুয়াশার কারণে যানবাহনের গতি অর্ধেকে নেমে এসেছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
কান্দিরপাড়ে কাজের সন্ধানে আসা দিনমজুর হেলাল, সোহেল ও গিয়াস উদ্দিন জানান, ঘন কুয়াশা আর ঠাণ্ডার কারণে তাদের কাজ কমেছে। ভোরে কাজের জন্য বের হলেও বেলা ১০টা পর্যন্ত কাজ পাননি তারা। কাজ না করলে বাজারের চড়া দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।অটোরিকশা চালক সাইদুল মিয়া বলেন, “কষ্ট হলেও জীবিকার তাগিদে ভোরেই গাড়ি নিয়ে বের হতে হয়েছে। ঠাণ্ডা বেশি হলেও মালিককে ঠিকমতো চুক্তির টাকা দিতে হবে। তাই বাধ্য হয়েই বের হয়েছি।”
কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সূর্যের আলো না থাকায় সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা বাড়ছে। রাত যত গভীর হয়, তাপমাত্রা তত কমতে থাকে। চলতি মৌসুমে কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, শীতের প্রকোপ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশা করছেন।