বাড়ি ফিরেও দুঃসংবাদ পেলেন সাইফ আলী খান
বলিউড অভিনেতা সাইফ আলী খান সম্প্রতি আবারও শিরোনামে। বান্দ্রার নিজ বাসায় তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পাঁচদিন চিকিৎসা নিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফেরেন তিনি। তবে তার দুশ্চিন্তার এখানেই শেষ নয়। এবার পরিবারের ঐতিহ্যবাহী ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর আওতায় পতৌদি পরিবারের সম্পত্তি দখলের উদ্যোগ নিতে পারে। এই সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি রুপি। ২০১৫ সাল থেকে ভোপাল হাই কোর্ট সম্পত্তি দখলের সিদ্ধান্ত স্থগিত রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আদালত সাইফের আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নেয়। ফলে সরকার এখন কোনো বাধা ছাড়াই সম্পত্তি দখল করতে পারবে।
ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত এই বিশাল সম্পত্তি একসময় ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মালিকানাধীন ছিল। সাইফ তারই প্রপৌত্র। ১৯৫০ সালে নবাবের কন্যা আবিদা সুলতান পাকিস্তানে চলে গেলে সম্পত্তির মালিকানা পতৌদিদের হাতে চলে আসে।
দেশভাগের সময় যেসব মানুষ পাকিস্তান বা চীনে চলে গিয়েছিলেন, তাদের রেখে যাওয়া সম্পত্তি ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করা হয়। এই আইন অনুযায়ী, স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া ব্যক্তিদের বংশধররা ভারতের সম্পত্তির ওপর আর কোনো দাবি করতে পারবেন না। সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির অধিকার রাখে।
বাড়ি ফিরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন সাইফ আলী খান। তবে পারিবারিক ঐতিহ্য হারানোর শঙ্কা যেন তার পরিবারের শান্তি কেড়ে নিচ্ছে।