দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত হত্যা মামলার আসামী দিলবার গ্রেপ্তার
দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রিফাত হত্যা মামলার দিলবার হোসেন(৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। দিলবার উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে।
জানাযায় , ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় । পরে কুমিল্লা এবং ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে নিয়ে আসলে রাতে মারা যায় রিফাত। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় এবং কুমিল্লার আদালতে দু’টি হত্যা মামলা করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান , রিফাত হত্যার ২৪ নং আসামি দিলবারকে সোমবার রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে।