বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডেভিল হান্ট অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০২৫

কুমিল্লায় ডেভিল হান্ট অভিযানে

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার বুড়িচংয়ে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জজ কোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর মামলার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল ও জামালকে রবিবার রাতে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করে। এদিকে আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি