বুধবার,১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৪৫ বাংলাদেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২৫

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া ১৪৫ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট:

লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় লিবিয়ার বেনগাজী থেকে এসব নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিরিয়ে আনা বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় তারা লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা, কিছু খাদ্যসামগ্রী, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি