কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ১২ জুন সকাল ১১টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল কোতয়ালী উপজেলার কটক বাজার পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ করে।
বিজিবি জানায়, নন্দী বাজার এলাকা থেকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৩১ হাজার ৩০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। জব্দকৃত এই মালামালের বাজারমূল্য প্রায় এক কোটি চব্বিশ লাখ বারো হাজার টাকা।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।