মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বেড়ে চলেছে। এই অস্থির পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আবারও ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে আবির্ভূত হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেই স্বর্ণের দাম ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে, যার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের বাজারে।
ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত সপ্তাহে স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে প্রতি আউন্স ৩,৪৪০ থেকে ৩,৪৫০ মার্কিন ডলারে পৌঁছালেও পরে কিছুটা কমে ৩,৩৮০ ডলারে স্থিতিশীল হয়।
বিশ্লেষকদের মতে, শুধু ভূ-রাজনৈতিক সংঘাতই নয়, ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি, বৈশ্বিক বাণিজ্যের গতিধারা এবং ডলারের দুর্বলতাও স্বর্ণের দাম বাড়ার পেছনে ভূমিকা রাখছে। বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন বলেন, “ডলারের মান যদি আরও দুর্বল হয় এবং মার্কিন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে, তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।”
ডলারের দুর্বলতার কারণে আমিরাতের বিনিয়োগকারীরা স্থানীয় মুদ্রা দিরহামে স্বর্ণ কিনতে সুবিধা পাচ্ছেন। এতে গয়না থেকে শুরু করে স্বর্ণের বার পর্যন্ত চাহিদা বেড়েছে। হ্যাথর্ন আরও উল্লেখ করেন, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) ইতিবাচক অবস্থানে ফিরে এসেছে, যা স্বল্পমেয়াদে দাম আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। তবে ৩,৪৪০ ডলারের প্রতিরোধ স্তর ভাঙা এখনও চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি।
এদিকে, রুপার বাজারেও কিছুটা অস্থিরতা দেখা গেছে। জুনের শুরুতে রুপার দাম কিছুটা বাড়লেও সপ্তাহের মাঝামাঝি তা আবার কমে যায়। কারণ, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরে এসে স্বর্ণের দিকে মনোযোগ দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, রুপা একদিকে মূল্যবান ধাতু, অন্যদিকে শিল্পখাতে ব্যবহার হওয়ায় বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার ওপর এর দাম অনেক বেশি নির্ভরশীল।
বর্তমান বিশ্বে রাজনৈতিক অস্থিরতা, ডলারের দুর্বলতা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা স্বর্ণের বাজারকে চাঙ্গা রেখেছে। এই পরিস্থিতিতে আমিরাতের বিনিয়োগকারীদের জন্য নতুন করে বিনিয়োগ পরিকল্পনা করার উপযুক্ত সময় হতে পারে। তবে হ্যাথর্ন সতর্ক করে দিয়ে বলেন, “অতীতের পারফরম্যান্স কখনোই ভবিষ্যতের গ্যারান্টি দেয় না।” তবে এটা স্পষ্ট যে স্বর্ণ আবারও আলোচনায় ফিরে এসেছে এবং রুপাও পিছিয়ে নেই।