বুধবার,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরীতে পরিচালিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর ৩টা থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে নগরীর কান্দিরপাড়, সালাউদ্দিন মোড় এবং ধর্মসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে “সালাউদ্দিন হোটেল অ্যান্ড সুইটস ”-কে পচা ও ছত্রাকযুক্ত মিষ্টি বিক্রির অপরাধে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা ও বৈধ ভাউচার সংরক্ষণে ব্যর্থ হওয়ায় “ফারুক ফল বিতান”-কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ধর্মসাগর পাড়ে অবস্থিত ‘পিজ্জা জোন’ (ভূতের বাড়ি) রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৪৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি