ইলিশের দামে আগুন, পাঙ্গাসও গরিবের নাগালের বাইরে
রাজধানীর বাজারে গত কয়েকদিন ধরেই মাছের সরবরাহ কম। টানা বৃষ্টিতে ক্রেতাও কম আসছেন। এর ফলে ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। এখন এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
শুধু ইলিশ নয়, ‘গরিবের মাছ’ হিসেবে পরিচিত পাঙ্গাসের দামও বেড়েছে। বড় আকারের পাঙ্গাস এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকায়।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেটের মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দেখা যায়, ৬ কেজি ওজনের কাতলা মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০০ টাকায়। ১০ থেকে ১১ কেজির কাতলার দাম কেজি প্রতি ৮৫০ টাকা। ছোট চিংড়ি কেজি প্রতি ৬০০ থেকে ৭০০ টাকা, ফলই ৪৫০ টাকা, পাবদা ৪৫০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, বড় মাছের বিক্রি তুলনামূলকভাবে কম। সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তার ওপর বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতিও কমেছে।
ক্রেতারা বলছেন, বাজারে মাছের পরিমাণ কম থাকায় বিক্রেতারা বেশি দাম হাঁকছেন। বিশেষ করে ইলিশের দাম এতটাই বেড়েছে যে, তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে।

























































