জান্নাতুল ফেরদৌস প্রীতি, কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার “বিয়ন্ড বর্ডারস” অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শনিবার (১১ অক্টোবর) ইএলডিসির উদ্যোগে এবং ফারিস ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সেলিং এফআইসিসির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির সেমিনার রুমে এ আয়োজন করা হয়।
সেমিনারে অ্যাডভাইজার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইয়েদুল আল আমিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান। সেমিনারের প্রধান সমন্বয়ক ছিলেন রিয়াদ হোসেন ও ইএলডিসির সভাপতি শাহরিয়ার আলম সাফল্য।
সেমিনারে মূল বক্তা এফআইসিসির প্রধান পরিচালক মো. আল আমিন সরকার বলেন, “বাংলাদেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন যারা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারেন না। কিন্তু সঠিক প্রস্তুতি, পরিকল্পনা ও গাইডলাইনের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীই বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপ পাওয়ার সুযোগ তৈরি করতে পারেন। আজকের এই সেমিনারে আমরা দেখিয়েছি কীভাবে অনলাইনে স্কলারশিপ খুঁজে পাওয়া যায়, এসওপি, রেকমেন্ডেশন লেটার ও সিভি তৈরি করতে হয়, এবং কীভাবে সুযোগগুলো কাজে লাগানো সম্ভব।”
ইভেন্ট চিফ কো-অর্ডিনেটর রিয়াদ হোসেন বলেন, “বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের অনেক সময় জানা থাকে না কোথা থেকে শুরু করতে হবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তাদের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা তৈরি করা। আমি বিশ্বাস করি, এই সেশন থেকে শিক্ষার্থীরা শুধু তথ্যই পাননি, বরং আত্মবিশ্বাসও অর্জন করেছেন, যা তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সহায়ক হবে।”
ইএলডিসির সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, “বিয়ন্ড বর্ডারস আয়োজনের লক্ষ্য ছিল আমাদের শিক্ষার্থীদের সামনে বৈশ্বিক শিক্ষা ও সুযোগের দরজা খুলে দেওয়া। আমরা চাই, কুবির শিক্ষার্থীরা নিজেদের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করুক। এই আয়োজনের মাধ্যমে তারা অনুপ্রেরণা পেয়েছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে। ইএলডিসি সবসময়ই এমন উদ্যোগ নিয়ে কাজ করে যা শিক্ষার্থীদের সক্ষমতা বিকাশে বাস্তব প্রভাব ফেলে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা আরও নতুন চমক নিয়ে আসব।”
উল্লেখ্য, ক্রেস্ট বিতরণ ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।