বুধবার,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


১০০টি আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২৫

১০০টি আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

১০০টি আসনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০টি আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হবে। একই দিনে মনোনীত প্রার্থীদের নিয়ে সেখানে একটি সভাও অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবি পার্টি দুইজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রার্থী বাছাই কমিটি গঠন করে। দীর্ঘ সময় ধরে কাজ শেষে কমিটি ইতোমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় প্রথম পর্যায়ে ১০০টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, প্রায় এক মাস আগে, দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সর্বাধিক সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবারের প্রাথমিক তালিকা ঘোষণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের যাচাই-বাছাই শেষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী ধাপের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি