বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যৌন হয়রানির ছোবলে বিষাক্ত শিক্ষার পরিবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৪

 

 

পূর্বাশা ডেস্কঃ

সময়ের বিবর্তনে দিন দিন মানুষের লজ্জা কমছে। পশ্চিমা সংস্কৃতির প্রভাব, আবহাওয়া পরিবর্তন, অর্থনৈতিক সঙ্গতি বা অসঙ্গি, মূল্যবোধের অবক্ষয় কিংবা যাই হোক না কেন যে কোন কারণেই আজকাল এ জঘন্যতম অপরাধের মাত্রা চরম হয়েছে। হারিয়ে গেছে প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসার শক্তি। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্টদের মধ্যে এ অপরাধ ও অপবাদ এবং অপরাধীদের দৌরাত্ম পাল্লা দিয়ে বাড়ছে। ঠিক এমনটিই ঘটেছে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকা সত্ত্বেও কোন ফল পাওয়া যাচ্ছে না।

বেশিরভাগ বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রছাত্রী যারা নতুন হিসেবে অধ্যয়ন করতে আসে তারা যৌন হয়রানির বিষয়ে বিশেষ কিছু জানে না। এই না জানার বিষয়টি এ সমস্যার জন্য সবচেয়ে বড় কারণ। তাদের এ না জানার সুযোগ নিয়ে বখাটেরা খেলা করে এবং লুটে নেয় একজন মানুষের নিজস্ব সত্ত্বা। এ ব্যাপারে হাই কোর্টের নিয়ম, নীতিমালা কিংবা দন্ড সম্পর্কে কোন ছাত্র-ছাত্রীর বিন্দুমাত্র ধারণা নেই বিধায় বখাটে চক্র আরো বেশি পেয়ে বসে । অবশ্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যৌন হয়ানি প্রতিরোধ কমিটিও আছে কিন্তু এ ব্যাপারে অনেক ছাত্র-ছাত্রী অবগত নয় কিংবা অবগত থাকলেও অনেকে এই কিমিটির দ্বারস্থ হয় না নানাবিধ কারণে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য একজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বেশিরভাগ ক্ষেত্রে শিকার হচ্ছে স্নাতক অধ্যয়নরত ছাত্রীরা। মাষ্টার্স পড়–য়া কোন ছাত্রীকে যৌন হয়রানির ঘটনা এখনো পর্যন্ত সেভাবে শোনা যায়নি। তিনি হাই কোর্টের এক নির্দেশের উল্লেখ করে বলেন, ২০০৯ সালের হাই কোর্টের জারিকৃত এক নির্দেশ মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরাসরি বিশ্ববিদ্যালয়স্থিত যৌন হয়রানি প্রতিরোধ কমিটির তদারক করে থাকে। রাবি’র কয়েকজন ছাত্রের সাথে কথা বলে জানা গেল যৌন হয়রানি প্রতিরোধ কমিটি কি এবং কেন, তা কিভাবে কাজ করে সে ব্যাপারে তাদের কোন ধারণা নেই। তন্ময় নামে এক ছাত্র জানায়, ‘আমি নিজের চোখে দেখেছি কিভাবে মেয়েদের উত্যক্ত করে থাকে বখাটেরা। তাদের নানান অকথ্য ভাষায় গালাগালি দেয়া হয়।’

কয়েক বছর অগের কথা, সমাজ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী যৌন হয়রানি শিকার হলে কমিটিতে অভিযোগ না করে তার বিভাগীয় প্রধানকে অবগত করে। অভিযুক্ত শিক্ষক দীর্ঘ দিন ধরেই তাকে বিরক্ত করছিল বলে সে অভিযোগ করে। তার ভাষ্যমতে, ‘আমি একসময় বিরক্ত হয়ে যখন আমার শিক্ষককে প্রত্যাখ্যান করলাম তখন সে আরো বেশি বিরক্ত করতে শুরু করল। তখন আমার দ্বিতীয় বার্ষিক পরীক্ষা ছিল। তার বেশি বাড়াবাড়ির জন্য বাধ্য হয়ে অবশেষে পরীক্ষা ছেড়ে দিলাম। কিন্তু কিছুদিন পর কোন উপায়ন্তর না পেয়ে আমার শিক্ষাজীবনের নিরাপত্তা চেয়ে বিভাগীয় প্রধানকে লিখিত অভিযোগ করি। ’ তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে নির্দেশ দেয়া হলো ছাত্রীটির যে যে বিষয়ে ক্লাস থাকে সে ক্লাসগুলো যেন তিনি বর্জন করেন। কয়েক মাস পর তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরী ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরো জোরদার করার জন্য বিশেষ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে অনুরোধ জানায়।

অপরদিকে কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ অনুরোধ জানিয়েছে কমিটির কার্যক্ররে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে জোর প্রচারণার ব্যবস্থা করার জন্য। আমরা প্রত্যেক বিভাগের প্রধানদের বরাবর কমিটির কার্যক্রম সম্পর্কিত একটি নির্দেশিকা প্রদান করেছি।’ তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক ঘটনাই ঘটে কিন্তু ছাত্রীরা কমিটিতে কোন অভিযোগ করে না। পুরুষ শাসিত সমাজে নারীদের অবস্থানগত কারণেই তাদের ভিতরে এক ধরণের ভীতি কাজ করে। ছাত্রীরা চিন্তা করে অভিযোগ করলে আবার আরো বেশি উত্যক্ত করতে পারে তাই মুখ বুঝে সহ্য করে থাকে সব ধরণের হয়রানিমূলক আচরণ। জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যায় এ পর্যন্ত তিনজন শিক্ষক এবং একজন প্রশিক্ষককে এ ধরণের অভিযোগের দায়ে বরখাস্ত করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি