মোবারক হোসেন ভুইয়া, জেদ্দাঃ
৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেদ্দা মহানগর বিএনপি কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পশ্চিমঅঞ্চল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহমেদ।
মো. শাহাজানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিমঅঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান। বক্তব্য রাখেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এম এ আজাদ চয়ন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, জাহাঙ্গীর সরকার, হানিছ সরকার, গিয়াস উদ্দিন মারুফ, ইকবাল হোসেন প্রমুখ।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Attachments area
|