সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সম্মান চতুর্থ বর্ষে পাশের হার ৭৬.১২%


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৫

images-112

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের সম্মান চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় ২৮টি বিষয়ে ২৪৫টি কলেজের ১৪৬টি কেন্দ্রে ১ লাখ চার হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। শতকরা ৭৬.১২ ভাগ শিক্ষার্থী পাশ করে।

প্রকাশিত ফল মোবাইলের ঝগঝ এর মাধ্যমে পেতে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব> য৪<ংঢ়ধপব> জড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে।

এছাড়াও রাত আটটার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত তিন মাসের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারই প্রথম গ্রেডিং পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি