রবিবার,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


রোববার পশ্চিম বাংলায় দ্বিতীয় পর্যায়ের ভোট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৬

w-bangla-400x300
ডেস্ক রিপোর্টঃ

পশ্চিম বাংলার দ্বিতীয় পর্যায়ের ভোট রোববার অনুষ্ঠিত হবে। ১৩ হাজার ৬৪৫টি ভোট কেন্দ্রে ১কোটি ২১ লক্ষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩৮৩ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন মহিলা। মোট আসন সংখ্যা ৫৬।এই দফায় দার্জিলিংয়েও ভোট হবে।

এই দফায় যথারীতি কয়েকজন হেভিওয়েট প্রার্থী লড়ছেন।এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, ভারতের ফুটবল আইকন ভুটিয়া,সিপিএম’এর সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য,তৃণমূল মন্ত্রী গেীতম দেব,মন্ত্রী কৃষেœন্দু নারায়ণ চেীধুরি,বিজেপির অভিনেত্রী লকেট চেীধুরি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী,সিপিআই নেতা সীতারাম ইয়েচুরি,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনি প্রচারণায় অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার নাসিম জায়েদী জানিয়েছেন, কেন্দ্রীয় পুলিশের প্রায় ৮শত কোম্পানি নির্বাচনকালে মোতায়েন করা হবে।মোবাইল ডিইউটিতে থাকবে ১৫ হাজার কেন্দ্রীয় পুলিশ।সূত্র : দ্য হিন্দু



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি