শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


ইকুয়েডরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৪১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

Eco20160417063719

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের সমুদ্র তীরবর্তী অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পর পরই ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

বিবিসি আরো জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কিটো থেকে ১৬০ কিলোমিটার দূরের মুইসন শহর। এতে রাজধানী ভয়ংকরভাবে কেঁপে ওঠে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দরনগরী গুয়াকুইলের অনেক ওভারপাস ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সমুদ্রের তীর থেকে ৩০০ কিলোমিটার গভীর সমুদ্র পর্যন্ত বড় ঢেউ দেখা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি