মঙ্গলবার,১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


জাপানে ভূমিকম্পের পর বৃষ্টিপাত, নিহত ৪০


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

160417001958_japan_earthquake_shelter_1_624x415_ap-400x265

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরপর দুবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সেখানকার হাজার হাজার মানুষ এখন অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুদফা ভূমিকম্পে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে, এবং শতাধিক আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে যে প্রায় দুই লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাবার আহ্বান জানানো হয়েছে। দু’দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও তা আবার সরিয়ে নেয়া হয়। তবে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও আর ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীর আশংকা করছেন ধ্বংসস্তুপে হয়তো আরও অনেকে আটকা পড়ে আছেন। অনেকে বিদ্যুত ও পানির অভাবে বসবাস করছে।প্রায় দুই হাজার মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত দুইশো জনের অবস্থা ভালো নয় বরে জানা যাচ্ছে।

জাপানের মাশিকি থেকে বিবিসি সংবা“াতা জানাচ্ছেন সেখানে এক ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছে। তুমুল বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, এবং সেখানে কেউ নেই।
জাপানে গত বৃহস্পতিবার ও শুক্রবার ভূমিকম্প আঘাত হানে। অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা এসব ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো শহরের মাইশি এলাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি