মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ দেখানো হয়েছে তাতে বিরোধীদল বিএনপি ্একমত হলেও এ ভিন্নমত প্রকাশ করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। ওই প্রতিবেদনে বিচার বহি:র্ভূত হত্যাকান্ড, ব্লগার খুন ছাড়াও প্রশ্ন তোলা হয় বিচার বিভাগের সক্ষমতা ও স্বাধীনতা নিয়ে। সমালোচনা করা হয় মত প্রকাশের স্বাধীনতা হরণেরও। এ নিয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া না জানালেও প্রতিবেদন টিকে ভিত্তিহীন বলছে আওয়ামী লীগ। বিএনপির দাবি এতে সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিফলন ঘটেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ২০১৫ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গেল ১৪ই এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট। যেখানে বলা হয় বাংলাদেশে সাংবিধানিকভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা সম্ভব হচ্ছেনা কর্তপক্ষের কারণে। বাঁধা দেওয়া হচ্ছে রাজনৈতিক সভা-সমাবেশেও। তবে দুই দিন পেরিয়ে গেলেও এই বিষয়ে মুখ খোলেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা বিরোধী শক্তি বিএনপি।
এই প্রতিবেদনের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ আলম লেলিন বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগ শঙ্কিত নয়। এই প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণদিত। যুক্তরাষ্ট্র একটি দেশ সম্পর্কে তাদের যে পূর্ব পরিকল্পনা, ছক বা দৃষ্টিভঙ্গী সেটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্যই এই ধরনের প্রশ্নগুলো তারা উত্থাপন করে। তারা যখন মানবাধিকারের জন্য আমেরিকা কি বলল সেটা নিয়ে উল্লসিত হয়ে যায় তখন বুঝতে হবে তারা আমাদেরকে আবার পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চান’।
নূহ আলম লেলিন আরও বলেন, ‘নির্বাচনে সবসময় কিছু না কিছু সংঘাত হয়, কিছু প্রাণহানি ঘটে। আমরা কোনটাই সমর্থন যোগ্য মনে করিনা। এই দায়টি রাজনৈতিক দল হিসাবে বা সরকার হিসাবে আওয়ামী লীগের ওপর বর্তায় না’।
বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সকলের কাছে বাংলাদেশ আজ প্রশ্নবিদ্ধ। এটা এই পর্যায়ে গেছে দেশে পরিচালনার জন্য আজকে যারা ক্ষমতায় আছে তাদের বিশ্বাসযোগ্যতা শুন্যের কোঠায় চলে আসছে। ২০১৪ সালের ৫ই নভেম্বর যে নির্বাচন এখানে সমস্ত গণতান্ত্রিক দেশগুলোর যে অবস্থান এই নির্বাচনটা গ্রহণযোগ্য নয় এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন। বিএনপি মনে করে একটি অর্থবহ নির্বাচনের লক্ষে জাতীয় ঐক্যই পারে এই সংকট দূর করতে’।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন অসত্য ও বাস্তবতা বহিঃভুত। আইনের শাসন কোন অপরাধীকে ছাড় দেয়না। গণতন্ত্রে সবমতের জায়গা রয়েছে কিন্তু জঙ্গিদের নেই। স্বাধীন ও মুক্ত গণমাধ্যম এবং উস্কানী মিথ্যাচার, খন্ডিত তথ্য পিট সাংবাদিকতার কোন জায়গা নাই’।
পরোয়ানা ছাড়া আটক, নির্যাতন, ধর্ষণ, গুম ও অপহরণেরমত ঘনটায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদন টিতে সমালোচনা করা হয় এসব প্রতিরোধে সরকারের উদ্যোগহীনতার জন্যে। এর সাথে বিএনপি নেতা একমত হলেও ভিন্নমত আওয়ামী লীগের।