শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রাজিলে প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন নিয়ে ভোটগ্রহণ চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

160418001252_deputados_impeachment_camara_640x360_antonioaugustoicamaradosdeputados_nocredit-400x224
আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসন হবে কিনা এ নিয়ে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি চলছে। প্রায় অর্ধেকের মতো ভোটগ্রহণ শেষে তাঁর প্রতিপক্ষ বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিযোগ হলো ২০১৪ সালে পুন:নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারি হিসেবে কারসাজি করেছিলেন তিনি। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মিস রৌসেফ।

তবে তাঁর অভিশংসন প্রক্রিয়া নিয়ে কদিন ধরেই বিতর্ক চলছিলো, বিরোধী দলসহ অনেকে তাঁর অভিশংসনের পক্ষে আওয়াজ তুলেছেন। মিস রৌসেফের অভিশংসন নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে শুরু হয়েছে ভোটাভুটি। এ পর্যন্ত ৫১৩টির মধ্যে দুশো ভোটগ্রহণ হয়েছে যার মধ্যে ১৫৫ জনই তাকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন এবং ৪২ জন বিপক্ষে।

তবে মিস রৌসেফ এই অভিশংসন প্রক্রিয়াকে ‘বেসামরিক ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে প্রেসিডেন্ট রৌসেফের অভিশংসন প্রক্রিয়ার পক্ষে-বিপক্ষে হাজার হাজার মানুষ কংগ্রেস ভবনের সামনে এবং দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৪২ ভোট অর্থাৎ দুই তৃতীয়াংশ সমর্থন পেলে প্রস্তাবটি যাবে উচ্চকক্ষ সিনেটে। আর প্রস্তাবটি সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেই কেবল প্রেসিডেন্ট দিলমা রৌসেফ স্থায়ীভাবে পদচ্যুত হবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি