যুক্তরাজ্য ও শ্রীলংকায় নতুন হাইকমিশনার এবং বেলজিয়ামে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ইসমত জাহান। তিনি যুক্তরাজ্যে দায়িত্বরত মো. আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।
ইসমত জাহান বর্তমানে বেলজিয়ামে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তার স্থলাভিষিক্ত হবেন ইতালীতে দায়িত্বরত শাহাদাত হোসেন। এদিকে শ্রীলংকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। তিনি তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।
রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উইংয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে বিসিএস-১৯৮৪ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা আবদুল হান্নান ২০১৪ সালের সেপ্টেম্বরে লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি লন্ডনে সাবেক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে আবদুল হান্নান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডের আগে তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
বিসিএস-১৯৮২ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ইসমাত জাহান ২০০৯ সালের আগস্ট থেকে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রদূত হিসেবে নেদারল্যান্ডসে প্রথম দায়িত্ব পালন করেন ইসমাত জাহান। এরপর তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর আসেন বেলজিয়ামে। এর আগে নেদারল্যান্ডসে থাকাকালীন অবশ্য তিনি একজন বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।