আন্তর্জাতিক ডেস্ক :
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় পাঁচ শতাধিক শরণার্থীর মৃত্যুর আশংকা করা হচ্ছে। সোমবার মধ্যরাতে যখন তাদের একটি নৌকা থেকে আরেকটিতে স্থানান্তর করা হচ্ছিল তখনই এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৬৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা শরণার্থীরা জানান, সাগরে ডুবে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক শরণার্থী মারা গেছে। অনেকে এখনও নিখোঁজ। জীবিতদের গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা থেকে উদ্ধার করা হয়। তাঁরা জানিয়েছেন, নৌকাটিতে বেশির ভাগ যাত্রীই ছিলেন পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের।
ইতালির প্রেসিডেন্ট সার্গিও মেটারেল্লা জানিয়েছেন, নৌকাডুবিতে কয়েকশ’ মানুষ মারা গেছেন বলে তারা ধারণা করছেন।
তিনি আরও জানান, ভূমধ্যসাগরে আবারও দুর্ঘটনা ঘটল। এ থেকে ইউরোপকে বিষয়টি নিয়ে ভাবা উচিত। আন্তর্জাতিক অভিবাসীবিষয়ক সংস্থার তথ্যানুযায়ী, গত সপ্তাহে অন্তত ৬ হাজার শরণার্থী লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেন। আশ্রয়প্রার্থী ১ লাখ মানুষের স্রোতের মধ্যে তারা ছিলেন।
সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, উদ্ধারকর্মীরা ২৯ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। মারা যাওয়ার শংকায় রয়েছেন অন্তত ৪০০ জন। সোমালিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমালি ভাষায় হাতে লেখা নিহতদের তালিকা অনেকেই প্রকাশ করেছেন। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে রয়েছে ইথিওপিয়া, সোমালিয়া, সুদান ও মিশরের অভিবাসী।
তারা বিবিসি-কে জানিয়েছে যে, ইটালি যাবার জন্যে অন্তত ২৪০ জন মিলে লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে যাত্রা শুরু করে। ভূমধ্যসাগরে এসে তাদের আরেকটি বড় নৌযানে সরিয়ে নেবার চেষ্টা করা হয়। যেখানে আগে থেকেই প্রায় ৩০০ যাত্রী বোঝাই ছিল। আর সেসময়ে দূর্ঘটনা ঘটে।
ভূমধ্যসাগর দিয়ে কয়েক দশক ধরেই এভাবে অভিবাসীরা বিপজ্জনকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। গত বছরের এপ্রিলে এই ভূমধ্যসাগরেই নৌযান ডুবিতে প্রায় ৮০০ অভিবাসীর প্রাণহানি ঘটে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার অভিবাসী ঝুঁকি পূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে। এর মধ্যে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে।