৯ হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া ব্যবসায়ী বিজয় মাল্যর আর একটি বিষয় আরটিআইয়ের মাধ্যমে সামনে এল। বড় ব্যবসায়ী এবং বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরও রাজ্যসভার সাংসদ থাকা কালীন সরকারি ভাতাটুকুও ছাড়তেন না। টেলিফোন থেকে শুরু করে ঘোরা সব যায়গাতেই তিনি জলের মতো টাকা উড়িয়েছেন। কিন্তু যখন কাজের দরকার পড়েছে তখন তাঁকে কোনোদিন পাওয়া যায়নি।
বরেলির আরটিআই কর্মকর্তা মহম্মদ খালিদ জীলানি ১৫ মার্চ রাজ্যসভা সচীবালয়ের মুখ্য জনসূচনা আধিকারিকের কাছে চিঠি দিয়ে এই ব্যপারে জানতে চান। এরপর কেন্দ্রীয় জনসূচনা আধিকারিক এই উত্তর পাঠান।
বলা হয়েছে, বিজয় মাল্য রাজ্যসভা সদস্য থাকার সময় সচীবালয় থেকে বিমান ভাড়া দাবি করেছিলেন। কিন্তু অন্য সুবিধাও নিতে ছাড়েননি। উপনির্দেশকের তরফ থেকে লেখা চিঠিতে বলা হয়েছে মাল্য নাকি মাসে বেতন হিসাবে ৫০ হাজার টাকা নিতেন। নির্বাচন ক্ষেত্রে ভাতার জন্য তিনি ১ আগষ্ট ২০১০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১০ পর্যন্ত ২০ হাজার টাকা ভাতা হিসাবে নেন। এরপর ওই ভাতা প্রত্যেক মাসে ৪৫ হাজার টাকা করে নেন।
কার্যালয়ের ভাতা হিসাবে তিনি জুলাই থেকে সেপ্টেম্বর ২০১০ পর্যন্ত ৬ হাজার টাকা করে ভাতা নেন। এরপর থেকে তিনি প্রতি মাসে ১৫ হাজার টাকা করে এই ক্ষেত্র থেকে ভাতা নেন। এছাড়াও তিনি ১ লক্ষ ৭৩ হাজার ২৭১ টি ফ্রি ফোন কল করেন। জল, ইলেকট্রিক এবং চিকিৎসার জন্য একটা টাকাও তিনি দেননি।
আরটিআই কর্মকর্তা মহম্মদ খালিদ জীলানি বলেন আরটিআইয়ের তরফ থেকে জানা গেল বিজয় মাল্যকে যাচ্ছেতাই ভাবে ভাতা দেওয়া হয়েছে।