রবিবার,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


ইকুয়েডরে ফের ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ৫ শতাধিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৬

ydTYhTOxacHn-400x224

আন্তর্জাতিক ডেস্ক :

ইকুয়েডরে আবারো ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। গত শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৫ এ দাঁড়িয়েছে। একই সাথে এখনো নিখোঁজ রয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষ।

দ্বিতীয় দফার ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতির খবর জানা যায় নি। তবে শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৫ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছে আরও কয়েক হাজার মানুষ।

২ হাজার মানুষ নিখোঁজ থাকলেও পরে ৩শ জনকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েগো ফুয়েন্তেস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি