শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশুদের দাঁত ওঠার সময় যা করনীয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

dat
পূর্বাশা ডেস্ক:

বাচ্চাদের যখন প্রথম দাঁত ওঠে তখন তাদের অনেক কষ্ট হয়। সেসময় বাচ্চাদের পাতলা পায়খানা, কানে ব্যথা, খিচুনি সহ আরো কিছু রোগ হতে পারে। দাঁত ওঠার সময় ঘরোয়াভাবে যতœ নেওয়া যেতে পারে।

১। ডালিমের রসের সাথে তুলসীর রস মিশিয়ে বাচ্চাদের চেটে খাওয়ালে সহজে ব্যথা ছাড়াই দাঁত বেরিয়ে আসে।

২। মধুর সাথে সোহাগা গুঁড়ো করে মিশিয়ে বাচ্চাদের মাড়িতে ডলে দিলে সহজেই দাঁত ওঠে।

৩। মধুর সাথে পিপরি গুঁড়ো মিশিয়ে বাচ্চাদের মাড়িতে ডলে দিলে বিনাকষ্টে দাঁত ওঠে।

৪। কাঁচা আমলকী ও কাঁচা হলুদের রস বাচ্চাদের মাড়িতে ডলে দেওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে যেনো মাড়ি না ছিলে যায়। এতে তাদের ভীষণ কষ্ট হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি