শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে জ্বীন ও মাদকের ব্যাবসা জমজমাট, গাঁজা সহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত:মনোহর আলীর মেয়ে  কথিত জ্বীনের রাণী রৌশন আরা,ভূয়া  জ্বীনের আসর ও  মাদকের রমরমা ব্যাবসা করে আসছেন।
এ মহিলা দীর্ঘদিন থেকে ভূয়া জ্বীনের আসর বসিয়ে এলাকার মানুষের সাথে প্রতারনা করে আসছেন।রাজনৈতিক ছত্রছায়ায় এ অবৈধ ব্যাবসা চালাচ্ছেন।

সূত্রে জানা যায় স্হানীয় ছাত্রলীগ,যুবলীগ নেতাদের মদদে চলে এসব ব্যাবসা, দিনে জ্বীনের আসর,রাতে চলে ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজার আসর।
মাহিনি তালতলা-আট্টগ্রাম সড়কের রায়কোট বাজার থেকে পূর্ব দিকে  ১০ ফিট উচু দেওয়াল ঘেরা আলিশান বাড়ি,যাহা জ্বীনের বাড়ি নামে পরিচিত।
রাতে জ্বীনের স্বামি জাহিদ গাঁজা নিয়ে অটোরিক্সা করে যাওয়ার পথে ৪০০ গ্রাম গাঁজা সহ এস আই আজিজ আটক করে।পুলিশ মোটা অংকের অর্থের বিনময়ে মাদক কারবারি জাহিদকে আাজ দুপুরে চেয়ে দেয়।অট্টো রিক্সার ড্রাইভার সোহলকে বলির পাঠা বানায়।

সম্প্রতি ঐ গ্রামের বেলাল নামের এক  যুবক জ্বীন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে হত্যার পরিকল্পনা করে,এবং তার বাড়ির সামনে থেকে তাঁকে অপহরণ করে, সে কৌশলে অপহরন কারিদের অনেক  টাকা দিয়ে তাদের কাছ থেকে  জ্বীনের রাণি রৌশন আরার ভয়েস রেকড নিয়ে আসে,পরে গ্রামিন শালিসে ৪ লাখ টাকা জরিমানা করে,ভয়েস রেকর্ডটি এখন ইউপি মেম্বার নুরুল হক হাজারির নিকট জমা আছে।

এ বিষয়ে সোমবার জ্বীনের রাণী রৌশন আরার জানান আমাকে ছোটবেলা থেকে জ্বীনে পাইছে,আমি যে  ব্যাবসাই করি তাতে
সাংবাদিকের কি,আমার হাত অনেক রড়,পুলিশ আমার স্বামিকে রাতে ধরছে দুুপুরে নিয়ে আসছি।

এবিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আইউবকে বার বার ফোন দিলে তিনি ফোন কেটে দেন।বক্তব্য নেওয়া সম্বব হয়নি।

এবিষয়ে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত আশ্রফুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।
এবং কয়েক জন এস আই কে ফোন দিয়েও এস আই আজিজের নাম্বার পাওয়া যায়নি,তাই পুলিশের  বক্তব্য নেওয়া সম্বভ হয়নি।

০৩ মে, ২০১৭ ইং/ রুমকী।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি