রবিবার,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


বৌদ্ধ বিহার থেকে ইফতার বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে পুরো রমজান মাস জুড়ে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন কয়েকজন বৌদ্ধ ভিক্ষু। রজমান মাসে প্রতিদিন বিকেলে কোনো ধরনের হট্টগোল ছাড়াই দুস্থ, অসহায় ও গরিব মুসলমান এবং অন্যান্য ধর্মের মানুষদের মাঝে ইফতারি বিতরণ করেন তারা।

আর এ বিতরণের মধ্য দিয়ে ধর্মের ভেদাভেদ নয়, মানুষের ভেদাভেদও নয়, মানুষের সেবা দিয়েই যে ঈশ্বরের সেবা মেলে, সে কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন এ বিহারের ভিক্ষুরা।

জানা যায়, ১৬ বছর ধরে রোজাদার ও দুস্থ মানুষের  মাঝে ইফতারি বিতরণ করে আসছে এ বিহার। প্রতিদিন প্রায় ৫০০ রোজাদার ও দুস্থ মানুষ এখান থেকে ইফতারি সংগ্রহ করে।

রিকশাওয়ালা মনির হোসেন বলেন, ‘বিকেলের দিকে এদিক দিয়া যাওনের সময় ইফতারি নেই। যারা গরিব মানুষ, তাদের জন্য এইটা খুব উপকারী। খুব সওয়াবের কাজ। বৌদ্ধরা দিচ্ছে বলে ইফতারি নেওয়া যাবে না, আমরা এ নীতি মানি না। গরিবের জন্য এসব নিয়ম কাজে আসে না। ’

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের সভাপতি সংঘনায়ন শুদ্ধানন্দ মহাথের। ৮৬ বছর বয়সী এ ভিক্ষুর জীবন কাটছে মানুষের সেবায়। অসুস্থ শরীরেও তিনি ইফতারি বিতরণ কার্যক্রম দেখভাল করেন।

তিনি বলেন, ‘১৬ বছর ধরে আমরা ইফতারি বিতরণ করছি। আমরা মনে করি, সবার আগে মানুষ। তারপর ধর্ম। ধর্মের কাজ মানুষের সেবা করা। আমরা নানাভাবে মানুষের সেবা করার চেষ্টা করি। প্রতিদিন বিকেলে এখানে শত শত মানুষ আসে। যারাই আসে, তাদের ইফতারি দিই। ’

পূর্বাশানিউজ/০৪-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি