সাহরি রোজার অন্যতম অনুষঙ্গ । সাহরি খাওয়া সুন্নত । সাহরি মুসলমানদের রোজার বৈশিষ্ট্য । সাহরির খাবারে রয়েছে ভরপুর বরকত । সাহরি সংক্রান্ত কয়েকটি মাগুরুত্বপূর্ণ মাসয়ালা উল্লেখ করা হলো ।
সাহরির খাওয়া সুন্নত:
১.আব্দুল্লাহ ইবনে ওমর রা: বলেন, রাসূল সা: বলেছেন তোমরা সাহরি খাও । কেননা সাহরিতে বরকত আছে । বুখারি শরিফ ১/২৫৭
২.আমর ইবনুল আস রা: থেকে বর্ণিত: রাসূল সা: বলেন, আমাদের আর আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হলো, সাহরি খাওয়া ।( অর্থাৎ তারা সাহরি খায় না । আর আমরা সাহরি খাই । )মুসলিম শরিফ ১/৩৫০ ,তিরমিজি শরিফ ১/১৫০
৩.আব্দুল্লাহ ইবনে ওমর রা: বলেন, রাসূল সা : বলেছেন, নিশ্চয় আল্লাহ তায়ালা এবং তাঁর ফেরেশতাগণ যারা সাহরি খায় তাদের ওপর রহমত নাজিল করেন । আততারগিব ওয়াত তারহিব ২/২৬০
সাহরিতে কি খাবে ?
সাহরিতে খেজুর খাওয়া ভিন্ন সুন্নত । আবু হুরাইরা রা: বর্ণনা করেন,রাসূল সা: বলেছেন, খেজুর দ্বারা মুমিনের সাহরি কতইনা উত্তম । আবু দাউদ ,আত তারগিব ওয়াত তারহিব ২/২৬২ । সাহরিতে ভাত,র“টি খাওয়া জর“রি নয় । বরং খাবার বা পানীয় থেকে যা পাবে তার থেকে কিছু খেয়ে নিলে সাহরির সুন্নত আদায় হয়ে যাবে । ইবনে ওমর রা: থেকে বর্ণিত তিনি বলেন ,রাসূল সা: বলেছেন,তোমরা সাহরি খাও । যদিও তা এক ঢুক পানি দ্বারা হয় । আত তারগিব ওয়াত তারহিব ২/২৬২ মিসর
সাহরি খাওয়ার মুস্তাহাব সময়
সাহরিতে বিলম্ব করা উত্তম । এর দ্বারা উদ্দেশ্য হলো,যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হওয়া নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত সাহরি খাবে । যখনই সুবহে সাদিক হওয়া নিশ্চিত হয়ে যাবে তখনই খানা পিনা থেকে বিরত থাকা আবশ্যক । অন্যথায় সুবহে সাদিক হওয়ার পর খাওয়ার দ্বারা রোজা ভেঙ্গে যাবে । ফতোয়া আলমগিরী ১/২০০
সাহরির সময় শেষ হওয়ার পর সাহরি খাওয়ার বিধান
সাহরি খেতে যদি এ ভেবে বিলম্ব করে যে,এখনো রাত বাকি । কিš‘ বাস্তবে পরে জানা গেল সুবহে সাদিক হওয়ার পর সাহরি খেয়েছে । তাহলে রোজা হবে না । ক্বাজা ওয়াজিব হবে । কাফ্ফারা না । ঐ দিন সূর্যাস্ত পর্যন্ত খানা পিনার অনুমতি নেই । ফতোয়া আলমগিরী ১/১৪
তবে মনে রাখতে হবে , সুবহে সাদিক হওয়ার পর আজান দেওয়া হয় । এ জন্য যারা আজান দেওয়া পর্যন্ত সাহরি খায় তাদের রোজা হবে না । বরং ক্যালেন্ডার দেখে সাহরির সময় থাকতে থাকতে সাহরি খাওয়া বন্ধ করে দিবে । অন্যথায় সাহরির সময় শেষ হওয়ার পর খানা পিনার দ্বারা রোজা হবে না । ক্বাজা ওয়াজিব হবে । কাফ্ফারা না । এতদ্বসত্তেও সূর্যাস্ত পর্যন্ত রোজাদারের ন্যায় খাবার দাবার থেকে বিরত থাকবে ।
সাহরি খাওয়া ব্যতিত রোজা রাখার বিধান
সাহরি খাওয়া সুন্নত । ফরজ বা ওয়াজিব নয় । সুতরাং রাতে সাহরি খাওয়ার জন্য সজাগ পায়নি, সজাগ পেয়েছিল কিš‘ খাবারের কিছু ছিল না । তাহলে সাহরি ব্যতিত রোজার নিয়ত করে ; তাহলে রোজা শুদ্ধ হয়ে যাবে । সাহরি ছুটে যাওয়ার কারণে যদি রোজা না রাখে তাহলে মারাত্মক গুনাহ হবে । ফতোয়া দার“ল উলুম দেওবন্দ ৬/৪৯৬
আলাহ আমাদের রোজার বরকত পরিপূর্ণভাবে অর্জন করার তাওফিক দিন ।
পূর্বাশানিউজ/০৫-,জুন ২০১৭/মাহি