রবিবার,১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


যে রোজা রেখে হযরত আদম আ : এর চেহারা শুভ্র হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হযরত আদম আ : । আমাদের আদিপিতা । প্রথম নবি । এ পৃথিবীর প্রথম মানব । যখন জান্নাত থেকে এ ভূপিষ্ঠে পাঠানো হয় ; তখন বৈরী আবহাওয়ার কারণে তাঁর সারা শরীর কালো হয়ে যায় । চেহারায় আমূল পরিবর্তন । জান্নাতি মানবের একি দুরবস্থা ! এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তাঁকে প্রত্যেক চন্দ্র মাসের ১৩,১৪,১৫ তারিখে মহান আল্লাহ তায়ালা রোজা রাখার আদেশ দেন । রোজা রাখা শুরু করেন হযরত আদম আ: । বিস্ময়কর ব্যাপার ,  যখন প্রথম রোজা রাখেন তখন তাঁর শরীরের এক অংশ শুভ্র হয় । অত:পর যখন দ্বিতীয় রোজা রাখেন তখন তাঁর শরীরের দ্বিতীয়াংশ শুভ্র হয় । অত:পর যখন তৃতীয় রোজা রাখেন তখন তাঁর পূর্ণ শরীর শুভ্র হয়ে যায় । গুনয়াতুত তালিবীন : ৫৪৬

যদি কেউ প্রত্যেক মাসের ১৩,১৪,১৫ তারিখে রোজা রাখে ; তাহলে সে সারা বছর রোজা রাখার ছওয়াব পাবে । কারণ প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ বেশি দেয়া হয় । এখন , তিন কে দশ দ্বারা গুণ দিলে ত্রিশ হয় । এ হিসেবে তিন দিন রোজা রাখার দ্বারা ত্রিশ দিন রোজা রাখার ছওয়াব পাবে । পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা বলেন , ‘ যে একটি সৎকর্ম করবে , সে তার দশগুণ পাবে । আর যে একটি মন্দ কাজ করবে , সে তার সমান শাস্তিই পাবে । বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না । ’  সূরায়ে আনয়াম :১৬০

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি