বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশুকে আটোরিকশা থেকে ছুঁড়ে ফেলে মা’কে গণধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অটোরিকশা থেকে ৮ মাসের শিশুকে ছুঁড়ে ফেলে দিয়ে মা’কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটির পর ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার ভারতে হরিয়ানার গুরুগাঁওয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৩ বছর বয়সী ওই নারীর অভিযোগ করে , স্বামীর সঙ্গে ঝগড়া করে মেয়েকে নিয়ে অটোরিকশায় করে খান্দসা গ্রামে বাপের বাড়ি যাচ্ছিলেন। তিনি ছাড়া ওই অটোরিকশায় আরো তিনজন ছিলো। রিকশায় উঠতেই তার সঙ্গে অসদাচারণ শুরু করে তারা। একপর্যয়ে তারা ধস্তাধস্তি শরু করলে বাচ্চাটি কাঁদতে শুরু করলে তাকে অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্ত তিন যুবক।

এরপর দিল্লি-গুরুগাঁও এক্সপ্রেসওয়ের কাছে ওল্ড খান্দসা রোডের উপর অটোর মধ্যে পাঁচ ঘণ্টা যাবৎ তাকে গণধর্ষণ করে তিনজন। এরপর তাকে আইএমটি মানেসর রোডে নামিয়ে দেয়া হয়। গণধর্ষণের অভিযোগ করলেও শারীরিক পরীক্ষায় নারাজ ওই নারী। খুন ও যৌন নির্যাতনের মামলা করেছে পুলিশ।

গুরগাঁওয়ের পুলিশের এক কর্মকর্তা জানান, আটোরিকশা থেকে ছুঁড়ে ফেলে দেয়ার কারণে তার শিশুটির মৃত্যু হয়েছে। প্রথমে ওই নারী তার মেয়েকে ছুঁড়ে ফেলার অভিযোগ জানিয়েছিল। পরে তিনি তাকে গণধর্ষণের কথা জানায়।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি