স্টাফ রিপোর্টারঃ অাজ রবিবার ভোর ৪টায় সৌদির রিয়াদে মটরসাইকেল-কার সংঘর্ষে কালির বাজার ধনুয়াখলা গ্রামের রমিজ মিয়ার ছেলে দলিলুর রহমান দুলাল(২৪) নামে ১প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন।
সৌদী আরব সময় রাত ১টায়, দোকান বন্ধ করে রুমে ফেরার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহতে লাশ রিয়াদের একটি হাসপাতালো রয়েছে। প্রবাসী যুবক দুলালের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ী ধনুয়াখোলা মাদ্রাসা বাড়িতে নেমে আসো শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেন ধনুয়াখোলা এলাকার সৌদী আরব প্রবাসী রেজাউল করিম।