বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টানা  ৩ দিনের বৃষ্টিতে পানিতে  ভাসছে কুমিল্লা মহানগরবাসী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৯

স্টাফ রিপোর্টার:

টানা  ৩ দিনের বৃষ্টিতে পানিতে  ভাসছে কুমিল্লা মহানগরবাসী। পৌরসভা থেকে কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পরও প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন ভূমিকা রাখেনি সিটি কর্তৃপক্ষ।এছাড়া কুমিল্লা নগরীর ছাতিপট্টি, চকবাজারও  জলাবদ্ধতার কারণে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে নগরীর প্রায় সর্বত্রই সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতার। আর বাড়ছে নাগরিক দুর্ভোগ। আর এভাবেই দেশের অন্যতম প্রাচীন পৌরশহর কুমিল্লা ২০১১ সালে সিটি করপোরেশনে উন্নীত হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালে প্রথম ও ২০১৭ সালে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচন হয়। দু’টি নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসনের থাকলেও দিন দিন বাড়ছে এ সমস্যা। ডুবে যাচ্ছে রাস্তা-ঘাট, হাট-বাজার, দোকান-পাটসহ বাসা-বাড়ি।

গতকাল শনিবার সন্ধ্যায় এমনি দু’ঘন্টার বৃষ্টিতে নগরীর প্রান কেন্দ্র কান্দিরপাড়, স্টেডিয়াম রোড, নজরুল এভিনিউসহ অধিকাংশ প্রধান প্রধান সড়ক ডুবে যায়। একদা ব্যাংক ও ট্যাঙ্কের শহর কুমিল্লায় ব্যাংক সংখ্যা বাড়লেও প্রতিনিয়ত কমছে ট্যাঙ্ক বা পুকুর। এতে জলাধার কমায় বৃষ্টির পানিতে বিগত প্রায় দু’দশক ধরে বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে কুমিল্লা শহরের।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি