শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পানিশূন্যতা পূরণ করতে গরমে পান করুন দই-লেবুর পানীয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২০

ডেস্ক রিপোর্টঃ

গরমে শরীরে সবচেয়ে পানির চাহিদা দেখা দেয়। পানিশূন্যতা পূরণে পান করতে পারেন দই-লেবুর পানীয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন দই লেবুর পানীয়।

উপকরণ

টকদই ১ কাপ, লবণ আধা চা চামচ, এলাচি গুঁড়া ১টি, গোলমরিচ গুঁড়া সিকি চা চামচ, লেবুপাতা ২-৩টি (টুকরা করে), তাজা পুদিনাপাতার আগা পরিমাণমতো, লেবুর খোসা (গ্রেট করা) আধা চা চামচ, বরফকুচি পরিমাণমতো, লেবুর রস ২ চা চামচ।

প্রণালি

লেবুপাতা, লেবুর খোসা ও পুদিনার আগা বাদে অন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি