ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে হাত–পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে হাত–পা বেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার সকালে অভিযুক্ত যুবক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই কিশোরীর মা অভিযোগে বলেন, তাঁরা স্বামী-স্ত্রী চাকরিজীবী। তাঁদের পাশের বাসায় ভাড়া থাকেন হুমায়ুন কবির (৩০) নামের এক যুবক। প্রতিদিনের মতো ১৩ ডিসেম্বর তাঁরা দুজন কাজে চলে যান। ওই দিন বেলা ১১টার দিকে তাঁর কিশোরী মেয়েকে একা পেয়ে তাঁর কক্ষে প্রবেশ করে হাত-পা বেঁধে ধর্ষণ করেন হুমায়ুন। মেয়েটিকে হুমকি-ধমকি দিয়ে চলে যান তিনি।
বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানালে তাঁরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে পরে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।