বৃহস্পতিবার,২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে রহস্যময় কান্নার শব্দ


রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে রহস্যময় কান্নার শব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মিরপুর-২ নম্বরে নির্মাণাধীন একটি আবাসিক ভবন থেকে প্রায়ই কান্নার শব্দ শোনা যেতো। আশপাশের বাসিন্দারা এই গায়েবি কান্নার উৎস খুঁজে পাচ্ছিলেন না। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে বিষয়টি বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে ইনবক্স করে জানান স্থানীয় এক ব্যক্তি। এরপর মিরপুর মডেল থানা পুলিশ বিষয়টির তদন্ত করে রহস্যভেদ করে। পুলিশি তদন্তে জানা যায়, এক বাবা তার দুই ছেলেকে প্রতিদিন মারধর করতেন। আর সেই কান্নাই শুনতে পেতো স্থানীয়রা।

পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে মিরপুর মডেল থানার ওসি (ভরপ্রাপ্ত কর্মকর্তা) মো. মোস্তাফিজুর রহমানকে নির্দেশনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে এসআই মো. নাজমুল হক ও এসআই মো. আব্দুর রাজ্জাকের সমন্বয়ে সাদা পোশাকের একটি টিম গঠন করা হয়। ওই টিমই তদন্ত করে রহস্য উন্মোচন করেন।

শনিবার (৮ মে) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, একটি হাউজিং কমপ্লেক্সের ভেতরে নির্মাণাধীন ও বর্তমানে পরিত্যক্ত একটি ভবনে মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়। জাহাঙ্গীর প্রতিদিনই সন্তানদের হাত-পা বেঁধে মারপিট করতেন। তারই চিৎকার শোনা যেতো দূর থেকে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জাহাঙ্গীরকে আটক করার পর তার স্ত্রী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছিল। তবে তারা কোনও লিখিত অভিযোগ করেননি। সন্তানদের না পেটানোর জন্য বাবাকে বোঝানো হয়েছে। তিনি আর তাদের মারধর করবেন না, বলে কথা দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি