শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বর্তমানে দেশে ১৬ লাখ টন খাদ্য মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব


বর্তমানে দেশে ১৬ লাখ টন খাদ্য মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বর্তমানে দেশে ১৬ লাখ টন খাদ্য মজুদ আছে আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী তিন বছরে উৎপাদন দ্বিগুণ করা কঠিন হবে না।

রোববার (২৭ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বৈঠক শেষে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, খাবার মজুদ ১৫ লাখ টনের নিচে না নামে, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সচিব বলেন, সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের সিদ্ধান্ত স্থগিত করেছে নিকার। দেশের স্বার্থে প্রয়োজনীয় খাদ্য ও যন্ত্র, জ্বালানি এবং সার আমদানি করা হবে। বিলাসী ও অপ্রয়োজনীয় পণ্য আমদানি আপাতত বন্ধ রয়েছে। তবে উন্নয়ন বাজেট সংকুচিত হয়নি।

এর আগে পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের বিষয়ে নিউজ টোয়েন্টিফোরকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, ‘এখন সাশ্রয় নীতিতে চলছে সরকার। নতুন করে বিভাগ করতে গেলে অনেক খরচ হবে। এর জন্য পদ্মা ও মেঘনা নামে নতুন দুই বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে বাকি এজেন্ডাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। ’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি