বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাফল্যের শীর্ষে কুমিল্লার নূরে মদিনা মাদরাসা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০২২

স্টাফ রিপোর্টার:

ঐতিয্যবাহী কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়ায় অবস্থিত নূরে মদিনা মাদরাসা চকবাজার কুমিল্লা। যেখানে ২০২২ সালে মাত্র ৮ মাস ১৩ দিনে হিফজ সম্পূর্ণ করেন নূরে আলম সহ মোট পাঁচ জনছাত্র ।

তারা হলেন মোহাম্মদ আলী দিহান । মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাফি । মোহাম্মদ নাজমুল হাসান এবং মোহাম্মদ সালাউদ্দিন।তার পূর্বে ২০২১ সালে হিফজ সম্পূর্ণ করেন তিন জনছাত্র ।তারা হলেন মোহাম্মদ মোহাম্মদ রাকিবুল ইসলাম মাহফুজ , মোহাম্মদ আব্দুর রহমান, এবং মোহাম্মদ মেহেদী হাসান রাকিব ।

২০২০ সালে হিফজ সম্পূর্ণ করেন আরো দুই জন ছাত্র তারা হলেন মোহাম্মদ রেজাউল করিম (রবিন) ও মোহাম্মদ বাছির গাজী ।২০২২ সালের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা জেলা অংশগ্রহণ করেন মোট ১০৬ প্রতিষ্ঠান । তাঁর মধ্যে সাফল্যের শীর্ষে নাম আসে কুমিল্লা চকবাজার নূরে মদিনা মাদরাসার

প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতী গোলাম মোহাম্মদ শাহজালাল বলেন ।এই সফলতা ১৫নং ওয়ার্ড বাসীর , এবং মাদরাসার শিক্ষক ও পরিচালনা কমিটির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি