আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে হিমাচল প্রদেশেই বৃষ্টিজনিত কারণে মারা গেছেন ৯১ জন। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিং সুখু জানিয়েছেন, এখনো রাজ্যটিতে নিখোঁজ রয়েছেন আরো ১৪ জন।
ভারী বৃষ্টির কারণে হিমাচলে ভূমি ধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। বন্ধ হয়ে যায় অনেক রাস্তা, বেশ কয়েকটি সেতুও ভেসে গেছে।
আরো ভারী বৃষ্টি ও বজ্রঝড় ও বজ্রাঘাতের শঙ্কায় ১৩-১৭ জুলাই ওই অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে ১৯ জুলাই পর্যন্তই এই পরিস্থিতি বিরাজ করতে পারে।
হিমাচলের জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় ৬৩৬টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১১২৮টি ঘর। এখনো প্রায় ১২শ’ রাস্তা বন্ধ আছে।
এছাড়াও উত্তর প্রদেশে বৃষ্টিসৃষ্ট দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিল্লিতেও ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্যোগে মারা গেছেন বেশ কয়েক জন।