চলতি বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২৮৯ শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটির শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানায়।
এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ বলেও জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। সংস্থাটি ইউরোপের কাছে শিশু নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বের সাথে দেখার আহ্বান জানিয়েছে।
ইউনিসেফের বৈশ্বিক অভিবাসী ও বাস্তুচ্যুত মানুষ বিষয়ক কর্মকর্তা ভারেনা নাউস বলেছেন, বাস্তব সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি। কারণ ভূমধ্যসাগরে অনেক জাহাজডুবির ঘটনায় কেউ জীবিতও থাকে না এবং তার তথ্যও রেকর্ড করা হয় না।
এই ইউনিসেফ কর্মকর্তা আরো জানিয়েছেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে ১১৬০০ শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।