শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


আজই শেষ হচ্ছে ইউক্রেন-রাশিয়া শস্য চুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

আজ সোমবারই শেষ হচ্ছে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেন রাশিয়া খাদ্যশস্য রফতানি চুক্তি। এর আগে কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রফতানির জন্য করা এই চুক্তির মেয়াদ বাড়ালেও এবার বেঁকে বসেছে রাশিয়া।

মস্কো বলছে, চুক্তি অনুযায়ী ইউক্রেন সব সুবিধা ভোগ করলেও রাশিয়ার ফসল রফতানির ক্ষেত্রে কোনো সুফলই পাচ্ছে না। রাশিয়ার কৃষি পণ্য ও সার রফতানির বাধাসমূহ চুক্তি অনুযায়ী এখনো দূর করা হয়নি।

যদিও তুরস্ক ও জাতিসংঘ এখনো চুক্তিটির মেয়াদ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

জাতিসংঘের প্রত্যাশা সোমবার দিবাগত রাতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আবার দুই দেশ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হবে।

রবিবার তুরস্কের পতাকাবাহী শস্য বোঝাই জাহাজ টিকিউ সামসুন ওডেসার কৃষ্ণসাগর বন্দর থেকে ছেড়ে যায়। বলা হচ্ছে নবায়ন না হলে এটিই হবে শস্য চুক্তির আওতায় ইউক্রেন ছেড়ে যাওয়া শেষ জাহাজ।

রাশিয়া আর চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে না। মস্কোর দাবি, তাদের শস্য ও সার পরিবহনে যথাযথ সুবিধা চুক্তি অনুযায়ী পাওয়া যাচ্ছে না।

রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটের শঙ্কা দেখা দেয়। কিয়েভ-মস্কোর শস্য চুক্তিতে স্বস্তি ফেরে। বিশ্বজুড়ে স্বাভাবিক হয় খাদ্যশস্য সরবরাহ।

ইউক্রেন চুক্তির বিষয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার শস্য রফতানির ক্ষেত্রে বাধা দূরীকরণের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মস্কো এই চুক্তিতে আর অংশগ্রহণ নাও করতে পারে।

তাছাড়াও পুতিন অভিযোগ করেছে, আফ্রিকায় খাদ্যশস্য সরবরাহের নাম করে ইউক্রেন চুক্তি করলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি