শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাস্তাঘাট বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


রাস্তাঘাট বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২৪


ডেস্ক রিপোর্ট:

সরকারি সম্পত্তি বিনষ্ট করে কিংবা রাস্তাঘাট বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার অনলাইনে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাজনৈতিক কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে। তারা তাদের রাজনীতি, তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য, এগুলো সবসময়ই তো হয়। এখানে আমাদের কোনো বাধা নেই।

‘আমাদের কথাটা সেই জায়গাটিতে যে, কেউ মানে জানমাল বিনষ্ট করে, সরকারি সম্পত্তি বিনষ্ট করে আর রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, এগুলো মনে হয় অযৌক্তিক। এগুলোকে আমরা করতে দেব না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি