ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার তিতাসে দুই পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ শ্বশুর আবদুল হাকিম (৭০) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মজিদপুর গ্রামের পূর্ব পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বড় ছেলের স্ত্রী লাভলী আক্তার ও তার দুই মেয়েকে আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল হাকিমের বড় ছেলে ওমান প্রবাসী মিজান মিয়ার স্ত্রী লাভলী আক্তার ও ছোট ছেলে ওমান প্রবাসী খোকন মিয়ার স্ত্রী শীমা আক্তারের মধ্যে বাড়ির জায়গা-জমি নিয়ে আসর নামাজের পর এবং এশার নামাজের পর দুই দফায় ঝগড়া হয়। এ সময় দুই জা এবং তাদের মেয়েরা এক পর্যায়ে লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। শ্বশুর আবদুল হাকিম উভয়কে থামাতে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ছোট ছেলের স্ত্রী শীমা আক্তার বলেন, ‘আমার বড় জায়ের সাথে বিকেলে জায়গা নিয়ে ঝগড়া হয়, পরে আবার রাতে আমার জা লাভলী আক্তার ও তার দুই মেয়ে এসে আমাকে এবং আমার মেয়েকে মারধর করে। এ সময় আমার শশুর আমাদেরকে বাঁচাতে গিয়ে পড়ে যান, এরপর কি হয়েছে আমি দেখিনি।’
বড় ছেলের স্ত্রী লাভলী আক্তার বলেন, ‘আমাদের দুই জায়ের ঝগড়ার সময় আমার শ্বশুর ছাড়াতে এসে মাটিতে পড়ে যান, কি হয়েছে বলতে পারব না।’
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফজরুল ইসলাম জানান, রাত আনুমানিক ৯ টায় আবদুল হাকিম নামের এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে, কি হয়েছে জানতে চাইলে জানায় মাটিতে পড়ে গেছে, পরে পরীক্ষা করে দেখি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে তারা মরদেহ নিয়ে গেছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কড়ৎ নাজমুল হক বলেন, মজিদপুর গ্রামে পুত্রবধূ শশুরকে পিটিয়ে হত্যা করেছে, এমন খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। রাতেই মরদেহ থানায় নিয়ে আসি এবং নিহতের মেয়েদের অভিযোগে ৩ জনকে আটক করি। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনায় নিহত আবদুল হাকিমের বড় মেয়ে শেফালী আলম বাদী হয়ে ৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।