কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মানুষ গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। নিজে আশ্রয়কেন্দ্রে আশ্রয় পেলেও গৃহপালিত গরু-ছাগলের জন্য নিরাপদ স্থানের অভাব দেখা দিয়েছে। অনেকেই তাদের প্রিয় পশু নিয়ে অজানা গন্তব্যের দিকে ছুটছেন, খুঁজছেন একটি নিরাপদ আশ্রয়। কেউ কেউ ট্রাক ভাড়া করে পশু নিয়ে দূরের আত্মীয়দের বাড়ির দিকে রওনা হচ্ছেন।
বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে সরেজমিনে গিয়ে এমন করুণ দৃশ্য দেখা গেছে।
সেখানে কথা হয় কৃষক মনু মিয়ার সঙ্গে। তিনি জানান, কৃষিকাজের পাশাপাশি তিনটি গরু পালন করেছি। হঠাৎ করে গ্রামে পানি ঢুকে আমার সব শেষ হয়ে গেছে। শেষ সম্বল ৩টি গরু। আমার স্বপ্ন এখন এদের নিয়ে। যেকোনো ভাবেই হোক এদের বাঁচাতে হবে।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সময়েই সাকিব আল হাসান জানতে পেরেছেন, তার বিরুদ্ধে দেশে মামলা হয়েছে
এখন এদের কোথায় নিবেন জানতে চাইলে তিনি জানায়, জানি না কোথায় নেবো। আপাতত উঁচু কোনো স্থানে নিয়ে রাখবো। পরে গাড়ি দিয়ে নিরাপদ কোনো স্থানে নিয়ে যাবো।
বাকশিমূল গ্রামের আবু সায়েম রনি বলেন, গ্রামে বুক সমান পানি। সবকিছু চোখের সামনে তলিয়ে গেছে। শুধু দুইটি গরু নিয়ে বের হয়েছি। এখন এগুলো ট্রাকে করে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবো।
এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশ ধসে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এতে শনিবার সকাল পর্যন্ত বুড়িচং উপজেলায় প্রায় অধিকাশ গ্রাম পানিতে তলিয়ে যায়। শুক্রবার রাত থেকে কালিকাপুর, বাকশিমূল এবং আজ্ঞাপুরসহ আশপাশের ১০-১৫টি গ্রামে বন্যার পানি ঢুকে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।