কুমিল্লা গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ও ফেনীর বন্যার প্রভাবে কুমিল্লা জেলার ১৪টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। জেলাজুড়ে প্রায় ১২ লক্ষাধিক মানুষ এখন পানিবন্ধি অবস্থায় জীবন যাপন করছে। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে এক একটি দিন কাটাচ্ছে পানিবন্ধি পরিবারগুলো। তাদের অনেকের মাঝে দেখা দিয়েছে পানি বাহিত রোগ। বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া নিউমোনিয়া জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে।
দেশের এমন ক্রান্তিলগ্নে বন্যা দূর্গতদের পাশে দাঁড়ালেন কুমিল্লা গাউছিয়া কমিটি মানবিক টিমের সদস্যরা। নিজেদের শক্তিশালী করতে আরো শতাধিক সামাজিক সংগঠনকে যুক্ত করে তারা। তারপর শুরু হয় উদ্ধার তৎপরতার কাজ।
জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে ট্রলারের মাধ্যমে যাচ্ছে দূর্গম এলাকায়। উদ্ধার করছেন পানিবন্ধি পরিবারগুলোকে। একে একে দূর্গম এলাকা থেকে উদ্ধার করা হয় তিন শতাধিক পরিবারকে। নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।
এই মানবিক টিমের সদস্যরা কুমিল্লা ছাড়াও ছড়িয়ে পড়েন লক্ষীপুর ও চাঁদপুর জেলায়। তিন জেলার বিভিন্ন উপজেলায় প্রায় পনের হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন। তাছাড়া বয়স্ক ও শিশুদের পানি বাহিত রোগের জন্য ঔষধ সরবরাহ করেন। এই সময় বন্যা দূর্গতদের জন্য বস্ত্রও বিতরণ করেন।
বন্যা দূর্গতদের খাদ্য সহায়তা ও উদ্ধার কাজে টিমের সদস্যরা ছুটছেন এক জেলা থেকে আরেক জেলা। চৌদ্দগ্রাম উপজেলায় ত্রাণ সহায়তার পর গাড়িতে করে ফেরার সময় দূর্ঘটনার কবলে পড়ে আহত হয় টিমের তিন সদস্য। এমনই এক ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন টিমের সমন্বয়ক।মো: জাবের হোসেন