আমিরাতে গ্রেপ্তার প্রবাসীদের ছাড়িয়ে আনা সরকারের সফলতা: উপদেষ্টা
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দণ্ডিত ৫৭ জন বাংলাদেশিকে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, এটি সরকারের কূটনৈতিক সফলতা।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অনেক সময় ঢাকা থেকে সংকট তৈরি হয়, যা ভবিষ্যতে প্রতিরোধ করা হবে।কুমিল্লা জেলার উপজেলা সমূহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বোর্ড, কুমিল্লার, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা জেলা, কুমিল্লার আবহাওয়া, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা-এর আবহাওয়া, কুমিল্লা university admission, কুমিল্লা বিশ্ববিদ্যালয় address, comilla area, bangladesh কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা post code, comilla eco park, কুমিল্লা বিশ্ববিদ্যালয় location, comilla photos, comilla upazila,
তিনি আরো বলেন, আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে আটক প্রবাসীদের মুক্তি প্রমাণ করে যে বাংলাদেশের কূটনীতি সফল। সরকার চায়, প্রবাসীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সফরের সময়ে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে লুয়ের সঙ্গে আলোচনা হবে কি না, এ বিষয়ে সাংবাদিকদের কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।