অরুণা বিশ্বাসকে ‘থুথু ধিক্কার’ জানালেন পরীমণি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সাম্প্রতিক কিছু তথ্য ফাঁস হওয়ার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে, আন্দোলনের সময় কয়েকজন তারকা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে এটি শুধু কথার লড়াই নয়, বরং এর পেছনে একটি সুসংগঠিত পরিকল্পনা ছিল, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে।
সম্প্রতি ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হয়েছে, যেখানে আন্দোলন দমন করার জন্য ভয়ানক সব পরিকল্পনা করা হয়েছিল। এই গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক রিয়াজ। তাদের সঙ্গে অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, সাজু খাদেমসহ আরও বেশ কয়েকজন তারকা ছিলেন।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওই গ্রুপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখার জন্য নানা পরিকল্পনা করা হচ্ছিল। তার মধ্যে শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার মতো ভয়ংকর প্রস্তাবও উঠে আসে, যা অভিনেত্রী অরুণা বিশ্বাসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেক তারকা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি অরুণা বিশ্বাসের এই প্রস্তাবের তীব্র নিন্দা করেছেন এবং ঘৃণা প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে অরুণা বিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’
মুহূর্তেই তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামজিক মাধ্যমে। নেটিজেনরাও পরীমণির সঙ্গে একমত পোষণ করেন, অরুণাকে ধিক্কার জানান।
উল্লেখ্য, অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন বলে খবর এসেছে। শিল্পীর ঘনিষ্ঠজনের বরাতে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট। শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি।
এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক ঢাকা পোস্টকে জানান, অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষদিকে দেশত্যাগ করে এখানে চলে এসেছেন তিনি।
এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতিকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী।