ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালের ৩ দিনের রিমান্ডে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।
বাড্ডা থানার একটি হত্যা মামলায় দিলীপ কুমার আগরওয়ালের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানির পর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে জামিন চান। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দিলীপ কুমার আগরওয়ালকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব সদস্যরা তার গুলশানের অফিস ঘিরে রাখে এবং পরে সেখানে অভিযান চালায়।
সোনা ও হীরার চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরু হওয়ার পরই র্যাব এই অভিযান পরিচালনা করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে হৃদয় নামে একজন নিহত হন। এই ঘটনায় শাহাদাত হোসেন খান নামে একজন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন।